ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিদেশে ঈদ করবেন দেড় ডজন মন্ত্রী

প্রকাশিত: ১২:০৪ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৫

সরকারের দেড় ডজন মন্ত্রী-প্রতিমন্ত্রী এবার দেশের বাইরে কোরবানির ঈদ উদযাপন করবেন। অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার এক তৃতীয়াংশই এবার দেশের বাইরে ঈদ করতে যাচ্ছেন।

ব্যক্তিগত সফর, জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী এবং পবিত্র হজ পালন করতে তারা দেশের বাইরে থাকবেন। মন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তাদের কাছ থেকে এমন তথ্য জানা গেছে।

জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম লন্ডনে গিয়েছেন পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে।

দলের আরেক প্রভাবশালী মন্ত্রী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে গেছেন। তিনি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। তাই তার ঈদ কাটছে দেশের বাইরে।

অর্থমন্ত্রীর সঙ্গে একই দলে রয়েছেন- পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, পররাষ্ট্র উপদেষ্টা ড. গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

পবিত্র হজ পালন করতে গেছেন- পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

এদিকে পৃথক সফরে রয়েছেন, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালও বর্তমানে লন্ডনে রয়েছেন। তিনিও ঈদের আগে দেশে ফিরবেন না।

এদিকে স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী প্রকৌশলী মোশাররফ হোসেন যুক্তরাষ্ট্রে ঈদ করবেন বলে জানা গেছে।

এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চিকিৎসার জন্য বাইরে রয়েছেন। তিনিও ঈদের আগে ফিরবেন না।

বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় ৫১জন সদস্য রয়েছেন। এর মধ্যে মন্ত্রী ৩১ জন, প্রতিমন্ত্রী ১৮ জন ও উপমন্ত্রী ২ জন।

এছাড়া মন্ত্রী-প্রতিমন্ত্রী পদ মর্যাদায় উপদেষ্টা রয়েছেন ৫ জন। প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্ব দেয়া হয়েছে হুসেইন মুহম্মদ এরশাদকে। তিনি মন্ত্রীর পদমর্যাদা পেয়ে থাকেন।  

এসএ/এসএইচএস/একে/পিআর