পল্টনে শিবির-ব্লগার জুতা ছোড়াছুড়ি
রাজধানীর পল্টন মোড়ে শিবির ও ব্লগারের মধ্যে জুতা ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। গোলাম আযমের জানাজায় আসা শিবির নেতাকর্মী ও জানাজা প্রতিরোধের ঘোষণা দেওয়া ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম নেতাকর্মীদের মধ্যে শনিবার দুপুর ১টা ৫ মিনিটের দিকে এ জুতা ছোড়াছুড়ির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগের গণজাগরণ মঞ্চের একাংশের নেতাকর্মী ও ব্লগাররা গোলাম আযমের জানাজা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতিরোধের ঘোষণা দেয়। তারা দুপুরে পুরানা পল্টন মোড়ে জমায়েত হলে সেখানে অবস্থানরত শিবির নেতাকর্মীরা তাদের ওপর জুতা ছোড়ে। তারাও পাল্টা জুতা ছোড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ব্লগার রিশাদ আহমেদ রুজদি বলেন, ‘আমরা গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা গোলাম আযমের জানাজা জাতীয় মসজিদে প্রতিরোধের জন্য পুরানা পল্টন মোড়ে অবস্থান নেই। সেখানে আগে থেকেই অবস্থানরত জামায়াত-শিবির নেতাকর্মীরা আমাদের ওপর জুতা ছোড়ে। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা এখন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছি।’