ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে পকেটমার ও অজ্ঞান পার্টির ১৫ সদস্য আটক

প্রকাশিত: ০৪:৫২ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৫

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পকেটমার, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও অজ্ঞান পার্টির ১৫ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের। মঙ্গলবার তাদের আটক করা হয়।
 
বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, আসামিরা চেতনানাশক ওষুধ, ডিপ হিট স্প্রে, মরিচের গুড়া ও মলম দিয়ে মানুষকে অজ্ঞান করে টাকা পয়সা, স্বর্ণালংকার, ল্যাপটপ ও মোবাইল ছিনিয়ে নিত। এবারের ঈদে তারা গরু ব্যবসায়ীদের অজ্ঞান করে গরু, ছাগল এবং তাদের নগদ টাকা ছিনিয়ে নেয়ার পরিকল্পনা করেছিল। এরা দেশজুড়ে ৪ ভাগে ভাগ হয়ে এ ধরণের কাজ করতো বলে জানান তিনি।
 
আটককৃতরা হচ্ছেন, আলী হোসেন, সাজ্জাদ হোসেন, মনু মিয়া, ওমর ফারুক (কালু), আমির হোসেন, রনি, সোহেল, বাদল মিয়া, সেলিম, লিটন মিয়া, বাবু, কালাম ও আকবর।
 
মনিরুল ইসলাম বলেন, চারটি গ্রুপের মধ্যে বাদল ছিল এক গ্রুপের নেতা। সে দীর্ঘ ৪-৫ বছর থেকে পারিবারিকভাবে অজ্ঞানের কাজ করে আসছে।
 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আসামিদের আদালতে পাঠালে তারা উচ্চ আদালত থেকে দ্রুত জামিন নেয়। তাই আটকের পর দোষ স্বীকার করলে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান তাদের ১ মাস থেকে ২ বছরের কারাদণ্ড দেন। তাদের কাছ থেকে উদ্ধারকৃত চেতনানাশক ওষুধ প্রাপ্তির ভিত্তিতে তাদের সাজার মেয়াদ নির্ধারণ করা হয়েছে।
 
পৃথক একটি ঘটনায় রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ২১১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী খালেক ও মিলনকে গ্রেফতার করা হয়েছে।
 
এআর/এসএইচএস/এমএস