ঈদুল আজহা উপলক্ষে অর্থমন্ত্রীর শুভেচ্ছা
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিজ সংসদীয় এলাকা সিলেটসহ দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার এক বার্তায় মন্ত্রী ঈদের এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় অর্থমন্ত্রী বলেন, ঈদুল আজহা আমাদের ধর্মানুযায়ী বছরের একটি অন্যতম দিন। এদিন হজরত ইবরাহিম (আ.) আল্লাহর নির্দেশে তার সবচেয়ে প্রিয় মানুষ, নিজ সন্তান জিরত ইসমাইলকে (আ.) উৎসর্গ করার ব্যবস্থা নেন। আল্লাহ তার আনুগত্য ও ত্যাগে সন্তুষ্ট হয়ে নবীর উদ্যোগকে বন্ধ করে দেন। যে ছেলেকে নবী ইবরাহিম (আ.) আল্লাহর কাছে পাঠিয়ে দিতে চান সেই ছেলেকে জীবন্ত দেখে নবী আনন্দানুষ্ঠান করেন। আমরা এই আনন্দানুষ্ঠানকে স্মরণ করে পবিত্র ঈদুল জিহা উদযাপন করি।
তিনি বলেন, এই দিনে সকলের কাছে তার আবেদন, সকলে যেন সৎপথে থাকার প্রতিশ্রুতি করে এবং ত্যাগের আদর্শে উদ্দীপ্ত হতে পারে।
শান্তিপূর্ণ উপায়ে সকলকে ঐক্যবদ্ধভাবে ঈদ উদযাপনের আহ্বান জানিয়ে তিনি বলেন, তার প্রার্থনা, সকলে ঐক্যবদ্ধভাবে দেশের ও দেশের মানুষের জন্য কাজ করবে। যাতে সামষ্টিকভাবে আমরা আল্লাহর দেয়া সর্বশ্রেষ্ঠ দান জীবনকে ভালভাবে উপভোগ করতে পারি। এই খুশির সময় মানুষের ভেদাভেদ না মেনে সকলকে ভালোবাসি এবং সকলের সঙ্গে উৎসব করি।
ঈদের দিন সরকারি কাজে দেশের বাইরে থাকবেন বলে দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, আমি আপনাদের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবো না বলে খুবই দুঃখিত।
বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ নিউ এইজ সম্পাদককে হয়রানি, ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ২ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ৩ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৪ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৫ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ