ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শুক্রবার রাত থেকে ২৪ ঘণ্টা সকল সিএনজি স্টেশন বন্ধ

প্রকাশিত: ১০:৩০ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৫

শুক্রবার মধ্যরাত থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টা দেশের সকল সিএনজি স্টেশন বন্ধ থাকবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার একথা জানিয়েছে।

এতে বলা হয়, বিবিয়ানা গ্যাসক্ষেত্রে জরুরি রক্ষণাবেক্ষণের জন্য দেশের সকল সিএনজি স্টেশনসমূহে ঈদের দিন দিবগাত রাত ১২টা থেকে পরদিন শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এদিকে, সড়ক বিভাগ এক আদেশে দেশের সকল সিএনজি স্টেশন মঙ্গলবার থেকে আগামী ৭ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার কথা জানিয়েছিলো।

এসএ/এসএইচএস/আরআইপি