এক সপ্তাহে দুই শতাধিক অজ্ঞান পার্টির সদস্য আটক
গত এক সপ্তাহে দুই শতাধিক অজ্ঞান পার্টির সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাজধানীর আফতাব নগর গরুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, আটকদের কাছ থেকে চেতনানাশক ওষুধসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। পুলিশের তৎপরতার কারণে এবার অজ্ঞান পার্টির কার্যক্রম অনেক কমেছে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, ঈদকে কেন্দ্র করে রাজধানীর কোরবানির পশুরহাট, রেলস্টেশন, বাসস্ট্যান্ড, লঞ্চ টার্মিনাল ও বিপণি বিতান এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ, ওয়াচ টাওয়ার স্থাপন এবং মানি স্কোয়াড কাজ করছে। তাই এবছর হাটে চাঁদাবাজিসহ বড় কোনো অপরাধের ঘটনা ঘটেনি। গরুর হাটগুলো থেকে আমরা কোন অনিয়ম-বিশৃঙ্খলার অভিযোগও পাইনি।
আছাদুজ্জামান মিয়া বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে। পোশাকের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও নজরদারী রাখছে। এরই ফলশ্রুতিতে গত ৭ দিনে রাজধানীতে বড় কোনো চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটেনি।
হাট পরিদর্শনের পর কমিশনার পশুর ক্রেতা-বিক্রেতাদের মধ্যে অজ্ঞান ও মলম পার্টি থেকে বিরত থাকতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এআর/এসএইচএস/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ২ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৩ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৪ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ
- ৫ জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি