ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সামরিক শক্তিতে বাংলাদেশ ৫৩তম

প্রকাশিত: ০৯:০৬ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

বিশ্বে সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান ১২৬টি দেশের মধ্যে ৫৩তম। গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি) নামের একটি ওয়েবসাইট মার্কিন গোয়েন্দা দফতর সিআইএয়ে প্রতিবেদনের ভিত্তিতে এ তথ্য প্রকাশ করেছে।

জিএফপির তালিকায় উল্লেখ করা হয়, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় ৩৩টি রাষ্ট্রের মধ্যে ১৮ নম্বরে রয়েছে বাংলাদেশ। তালিকার এক নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া এবং তৃতীয় চীন।

এছাড় বাংলাদেশের প্রতিবেশী ও ঘনিষ্ঠ মিত্র ভারতের অবস্থান বিশ্বে চতুর্থ। তবে বৈশ্বিক তালিকার শীর্ষ দশে নেই পাকিস্তান। তালিকায় ১৭ নম্বরে রয়েছে দেশটি।


মিয়ানমারের অবস্থান বিশ্ব তালিকার ৪৪ নম্বরে এবং তালিকার এশিয়-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে ১৭ নম্বরে থাকা মিয়ানমারের পরেই বাংলাদেশের অবস্থান।

বিএ