শনিবার গোলাম আযমের দাফন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের নামাজে জানাজা শনিবার বাদ যোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত হবে। জানাজার পর তার লাশ মগবাজার কাজী অফিস লেন পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এতে ঈমামতি করবেন তার ছেলে সাবেক সেনা কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী। পারিবারিক সিদ্ধান্তের পর সন্ধ্যা পৌনে ৭টায় সাংবাকিদদের একথা জানিয়েছেন গোলাম আযমের ছেলে আযমী।
তিনি আরো জানান, আগামীকাল শনিবার সকালেই গোলাম আযমের আরো তিন ছেলে বাংলাদেশে এসে পোঁছাবেন। আর সেকারণেই বাদ যোহর তার নামাজের জানাজার সময় নির্ধারণ করা হয়।
তিনি জানান, পারিবারিক সিদ্ধান্তের আলোকেই তাকে পিতার (গোলাম আযম) নামাজের জানাজার ঈমামতির দায়িত্ব দেয়া হয়েছে।
সর্বশেষ - জাতীয়
- ১ নতুন বছরে বাড়িভাড়া স্বাভাবিক রাখার দাবি
- ২ শাহবাগ থানা স্থানান্তর নিয়ে উপদেষ্টা পরিষদে নতুন সিদ্ধান্ত
- ৩ আইনজীবী হত্যার প্রতিবাদ জানিয়ে চিন্ময়ের মুক্তি চাইলেন শেখ হাসিনা
- ৪ জাতীয় ন্যূনতম মজুরিসহ যেসব সুপারিশ করবে শ্রম সংস্কার কমিশন
- ৫ গাজীপুরে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু