দেশ ছেড়ে পালানোর সময় ঢাকা সিটির কাউন্সিলর আটক
পার্শ্ববর্তী দেশে পালানোর সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে আটক করা হয়েছে।
শুক্রবার ভোরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে তাকে আটক করে র্যাব। র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চলমান জুয়া ও ক্যাসিনো বিরোধী অভিযানের অংশ হিসেবে হাবিবুর রহমান মিজানকে আটক করা হয়েছে। কাউন্সিলর মিজান দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন, এমন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল থেকে আজ ভোরে তাকে আটক করা হয়। তাকে ঢাকায় আনার প্রক্রিয়া চলছে।
র্যাবের একটি সূত্র জানায়, কাউন্সিলর হাবিবুর রহমান মিজানের বিরুদ্ধে ক্যাসিনো কাণ্ডে যুক্ততার প্রমাণ রয়েছে।
জেইউ/এমএসএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ বাংলাদেশ শ্রম আইন সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা
- ২ বিমানবন্দর থেকে ডিবি হেফাজতে সনাতন মঞ্চের চিন্ময় কৃষ্ণ
- ৩ জন্মনিবন্ধন কার্যক্রমে জড়িত ‘অসাধু চক্রের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
- ৪ মৎস্য আহরণ বন্ধে দ্রুত কমিটি গঠনের নির্দেশ প্রাণিসম্পদ উপদেষ্টার
- ৫ প্রথম আলো অফিসের সামনে আবারও আন্দোলনকারীদের অবস্থান