ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শাহজালালে তিন লাখ সৌদি রিয়াল জব্দ

প্রকাশিত: ০৪:১২ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিন লাখ ১৫ হাজার সৌদি রিয়ালসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। সোমবার রাত পৌনে ৮টায় তাকে আটক করা হয়।

আটক যাত্রীর নাম শিপলু সরকার। রাত ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৮৬ ফ্লাইটে তার মালয়েশিয়ার কুয়ালালামপুর যাওয়ার কথা ছিল।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্র জানায়, ডিপার্চার গেট দিয়ে ঢোকার সময় শিপলুকে সন্দেহ করে তারা। পরে তার লাগেজে তল্লাশি চালালে অবৈধভাবে বহনকৃত এই রিয়ালগুলো পাওয়া যায়। রিয়ালগুলোর বাংলাদেশি টাকার বিনিময় মূল্য প্রায় ৬৩ লাখ টাকা।

আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

এআর/একে/বিএ