ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সাভারের শিল্পনগরীতে চামড়া প্রক্রিয়াজাতকরণ মার্চে শুরু

প্রকাশিত: ০২:৪৬ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

২০১৬ সালের মার্চ মাসের মধ্যে সাভার চামড়া শিল্পনগরীতে নির্মাণাধীন নতুন কারখানাগুলো চামড়া প্রক্রিয়াজাতকরণের কাজ শুরু করবে বলে জানিয়েছেন ট্যানারি শিল্প মালিকরা।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি আয়োজিত ‘চামড়া শিল্পনগরী, ঢাকা এর বাস্তবায়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে ট্যানারি মালিকরা এ তথ্য জানান।

এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

ট্যানারি শিল্প মালিকরা বলেন, বর্ষা মৌসুমের কারণে ইদানিং কারখানা নির্মাণ কাজ কিছুটা ধীরগতি হলেও বর্ষা পরবর্তীতে কাজের গতি বাড়িয়ে দ্রুত নির্মাণ কাজ শেষ হবে।

শিল্পনগরীতে বরাদ্দপ্রাপ্ত ১শ’ ৫৫ জন প্লট মালিকের মধ্যে ১শ’ ৪৮ জন ইতোমধ্যে কারখানা নির্মাণের কার্যক্রম শুরু করেছেন বলে তারা জানান।

সেমিনারে প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন প্রকল্প পরিচালক মো. সিরাজুল হায়দার। এতে বিসিক চেয়ারম্যান আহমেদ হোসেন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম. আবু ইউসুফ, বাংলাদেশ ফিনিসড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুট ওয়্যার এক্রাপোটার্স অ্যাসোসিনয়েশনের (বিএফএলএলএফইএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম আবু তাহের, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) নির্মাণ কাজ তদারকিতে নিয়োজিত বুয়েট অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন এবং চীনা নির্মাতা ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মিন ঝু আলোচনায় অংশ নেন।

সেমিনারে ট্যানারি মালিকদের পক্ষ থেকে বিএফএলএলএফইএ- এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম আবু তাহের জানান, হাজারীবাগের ট্যানারি স্থানান্তরের বিষয়ে উদ্যোক্তারা আন্তরিকতার সাথে কাজ করছেন। আগামী বছর মার্চের মধ্যে চামড়া শিল্পনগরী কর্মচঞ্চল হয়ে ওঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সেমিনারে বুয়েটের সংশ্লিষ্ট প্রতিনিধি জানান, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণ কাজের গুণগতমান রক্ষায় বুয়েট সজাগ রয়েছে। এ লক্ষ্যে নির্মাণ কাজে ব্যবহৃত পাইপ ও অন্যান্য সামগ্রীর মান যথাযথভাবে পরীক্ষা করা হচ্ছে। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণে গুণগত মানের ক্ষেত্রে বুয়েট কোনো ধরনের আপোস করবে না বলে তারা আশ্বস্ত করেন।

পাশাপাশি চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণে বিলম্ব হওয়ায় দুঃখ প্রকাশ করে নভেম্বর-২০১৫ এর মধ্যে এটি নির্মাণ সম্পন্ন হবে বলে উল্লেখ করেন তারা।

শিল্পসচিব নির্ধারিত সময়ের মধ্যে চামড়া শিল্পনগরীতে ট্যানারি কারখানা নির্মাণ কাজ সমাপ্ত করার তাগিদ দেন। তিনি বলেন, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণ শেষ হবার মধ্যেই ট্যানারি মালিকদের হাজারীবাগ হতে ট্যানারিগুলো নতুন চামড়া শিল্পনগরীতে স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কোনো ট্যানারি মালিক এতে ব্যর্থ হলে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সতর্ক করেন।

একই সাথে তিনি চীনা নির্মাতা প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ে পরিকল্পনা মেনে চলে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণ সমাপ্ত করার তাগিদ দেন।

এসআই/একে/আরআইপি