ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

প্রকাশিত: ০৯:০৯ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অভিনন্দন জানানো হয়েছে।

সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকটি অনুষ্ঠিত হয়। গত ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে এই পদকের জন্য মনোনীত করেছে জাতিসংঘ।

পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রধানমন্ত্রীকে এই পুরস্কার দেয়া হয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের পরবর্তী সাধারণ অধিবেশন চলাকালে তাঁর হাতে পুরস্কারটি তুলে দেয়া হবে।

‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ জাতিসংঘের পরিবেশ-বিষয়ক সর্বোচ্চ বার্ষিক সম্মাননা। পরিবেশ বিষয়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেয়া হয়ে থাকে। নীতি নির্ধারণ, বিজ্ঞান, ব্যবসা ও সুশীল সমাজ- এই চার ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়।

এসএ/এসএইচএস/এমএস