ডালমিয়ার মৃত্যুতে স্পিকারের শোক
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ও বাংলাদেশ ক্রিকেটের অকৃত্রিম বন্ধু জগমোহন ডালমিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো শোকবাণীতে স্পিকার বলেন, ক্রিকেট ব্যক্তিত্ব জগমোহন ডালমিয়া ছিলেন বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেটের অকৃত্রিম বন্ধু। বাংলাদেশ আইসিসির টেস্ট স্ট্যাটাস পাওয়ার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তার এ অবদান বাংলাদেশ চিরকাল স্মরণ রাখবে। বাংলাদেশ ক্রিকেটের সাথে তার নাম অবিচ্ছেদ্য- স্বর্ণাক্ষরে লেখা থাকবে চিরদিন। তার মৃত্যুতে বাংলাদেশ একজন পরীক্ষিত বন্ধুকে হারালো।
স্পিকার তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি জগমোহন ডালমিয়ার মৃত্যুতে জাতীয় সংসদেল ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং প্রধান হুইপ আ.স.ম ফিরোজও গভীর শোক প্রকাশ করেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার হার্ট অ্যাটাক হওয়ার পর বিএম বিরলা হার্ট রিসার্চ ইনস্টিটিউটে ৭৫ বছর বয়সী এই ক্রিকেট সংগঠককে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, রোববার সন্ধ্যায় মারা গেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক প্রধান ডালমিয়া।
এইচএস/এআরএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ শ্রমিকদের সমস্যাগুলো শুনে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শ্রম উপদেষ্টা
- ২ সিলেটে আমেরিকান কর্নার উদ্বোধন যুক্তরাষ্ট্র দূতাবাসের
- ৩ জুলাই-আগস্টে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা
- ৪ সংস্কার কমিশন প্রধানদের মর্যাদা-সুবিধা, সদস্যদের সম্মানী নির্ধারণ
- ৫ ‘বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে শিগগির সরাসরি জাহাজ চলাচলের উদ্যোগ’