ঢাকায় ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী
তিন দিনের সফরে ঢাকায় এসেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফ্যাবিউস ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ড. ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেইনমায়ার। সোমবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এই দুই পররাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
জানা গেছে, দক্ষিণাঞ্চলে জার্মান অর্থায়নে পরিচালিত কয়েকটি প্রকল্প পরিদর্শন করবেন তারা। এছাড়া সফরকালে দুই পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় ফ্রান্স ও জার্মানির ‘যৌথ দূতাবাস’ উদ্বোধন করবেন।
পটুয়াখালীতে লেবুখালী রিজিওনাল হর্টিকালচার রিসার্চ সেন্টার পরিদর্শন এবং জলবায়ু পরিবর্তনজনিত প্রতিক্রিয়ার শিকার উপকূলীয় অঞ্চলের কৃষকদের সঙ্গে মতবিনিময় করবেন তারা। পটুয়াখালী সফর শেষে বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে দুই পররাষ্ট্রমন্ত্রীর।
আরএস/পিআর