বিশ্ব শান্তি দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠিত
জাতিসংঘ ঘোষিত "বিশ্ব শান্তি দিবস-২০১৫" উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে দোয়েল চত্ত্বর প্রদক্ষিণ করে টিএসসি চত্বরে গিয়ে র্যালিটি শেষ হয়। জেএমআই গ্রুপ এ র্যালিটির আয়োজন করে। বিশ্ব শান্তি দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় "শান্তির জন্য ঐক্য-মর্যদা সবার"।
র্যালিতে জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান জাভেদ ইকবাল পাঠানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।
তারা বলেন, বাংলাদেশসহ সমগ্র বিশ্ববাসীর কাছে শান্তি কামনা করি, পাশাপাশি এই দিনটিকে অর্থবহ ও তাৎপর্যপূর্ণ করার লক্ষ্যে অরাজনৈতিকভাবে জাতী-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানতার সুখ শান্তির জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
একটি যুদ্ধবিহীন বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮১ সাল থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরুর প্রথম দিনটিকে "আন্তর্জাতিক শান্তি দিবস" হিসাবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে, ২০০১ সালের ৭ সেপ্টেম্বর, জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত ৫৫/২৮২ নম্বর প্রস্তাব অনুসারে ২০০২ সাল থেকে প্রতি বছরের ২১ সেপ্টেম্বর "আন্তর্জাতিক শান্তি দিবস" হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়। তখন থেকেই প্রতিবছর ২১ সেপ্টেম্বর দিবসটি পালিত হয়ে আসছে।
আএসএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ সংস্কার কমিশন প্রধানদের মর্যাদা-সুবিধা, সদস্যদের সম্মানী নির্ধারণ
- ২ ‘বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে শিগগির সরাসরি জাহাজ চলাচলের উদ্যোগ’
- ৩ আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৬ জনসহ গ্রেফতার ২৭
- ৪ যুগ্মসচিবের শাস্তির দাবিতে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ
- ৫ বৃহস্পতিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়