ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সরকারের ব্যাখ্যা দেয়া উচিত

প্রকাশিত: ০৪:০৫ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

স্বাস্থ্য অধিকার আন্দোলন জাতীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশীদ ই মাহবুব বলেছেন, মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি হয়নি সে বিষয়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা দেয়া উচিত। এখনও পর্যন্ত এ ব্যাপারে অস্পষ্টতা রয়ে গেছে।

রোববার বিকেলে জাগো নিউজের এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, র‌্যাব পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁস ও আধুনিক ডিভাইসের মাধ্যমে উত্তর বলে দেয়ার অভিযোগে একজন ডাক্তার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একজন কর্মকর্তাসহ মোট ৮ জনকে গ্রেফতার করে। কিন্তু  তাদের বিরুদ্ধে  অভিযোগ সত্যি না-কি মিথ্যা সে সম্পর্কে সুস্পষ্ট কোন  ব্যাখ্যা পাওয়া যায়নি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসেরও জোর দাবির ব্যাপারে সরকারি গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে কি-না তাও জানি না। প্রশ্নপত্র বেরিয়ে এসেছে বলা হচ্ছে, তাহলে জানতে হবে এটি কখন বেরিয়ে এসেছে। পরীক্ষার আগে না-কি পরে?

যারা পরীক্ষা গ্রহণ করছে আর যারা অপরাধিদের গ্রেফতার করছে তাদের কাজের সমন্বয়ের অভাব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ফেসবুকে যারা দাবি করছে তাদের কাছে প্রমাণ রয়েছে কি-না তাও খতিয়ে দেখা উচিত।

তবে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন বর্তমান পরীক্ষা পদ্ধতিতে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস না হওয়ার সম্ভাবনাই বেশি।

উল্লেখ্য, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গত বুধবার একজন ডাক্তারসহ ৪ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মহাখালী ডিওএইচএস থেকে তাদের আটক করা হয়। এ সময় ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র, উত্তরপত্র এবং ১ কোটি ২১ লাখ টাকার চেক জব্দ করা হয় বলে জানায় র‌্যাব।

এদিকে অনুষ্ঠিত মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল করে তা পুনরায় গ্রহণের আহ্বান জানিয়েছেন মেডিকেল কলেজে ভর্তিচ্ছু সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছে, শিক্ষাক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ের ওপর সকলেই নির্ভরশীল। কিন্তু বর্তমানে শিক্ষাক্ষেত্র হয়ে গেছে মাছের বাজারের মত। যেখানে জ্ঞানের ভিত্তিতে নয় বরং কালো টাকা ও দুষ্ট চক্রের হাতে নিয়ন্ত্রণ হচ্ছে শিক্ষা। যে কারণে টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রির ঘটনা ঘটছে অহরহ।

এছাড়া গতকাল রোববার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ইউনুছ আলী আকন্দ মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল ও ফল স্থগিত এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে রিট আবেদন করেছেন।

এমইউ/আরএস/এমএস