আজও বৃষ্টি হতে পারে
শনিবার বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে রোববারও। আর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি হতে পারে আজও (সোমবার)। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে সোমবারও রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এর মধ্যে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী, আবার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদফতর সূত্র জানায়, পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। ভারতের মহারাষ্ট্র ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি দুর্বল ও সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমী বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে।
এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতর বলছে, আজও সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও খুলনা বিভাগের অনেক স্থানে এবং রংপুর ও রাজশাহী বিভাগের কোনো কোনো স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দু-এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে।
রোববার সকাল থেকে রাত পর্যন্ত থেমে থেমে বৃষ্টি ঝরেছে রাজধানী ঢাকায়। এতে মহানগরের অনেক সড়কে পানি জমে যায় এবং যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তি পোহাতে হয়েছে রাজধানীবাসীকে।
বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ নিউ এইজ সম্পাদককে হয়রানি, ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ২ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ৩ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৪ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৫ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ