শাহজালালে ১২টি স্বর্ণের বারসহ আটক ১
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২টি স্বর্ণের বারসহ ফরিদুল ইসলাম নামে একজনকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। রাত ৯টায় দুবাই থেকে আসা একটি বিমানে শাহজালালে অবতরণের পর তল্লাশিকালে এরাইভাল কাউন্টার থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।
শুল্ক কর্তৃপক্ষের সহকারী কমিশনার উমর শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে জানান, দুবাই থেকে আসা ‘এমিরেটস এয়ারওয়েজ’ (ইকে৫৮৫) একটি বিমানে রাত ৯টায় শাহজালালে অবতরণ করেন ফরিদুল ইসলাম।
পরে তিনি এরাইভাল কাউন্টার এলাকায় শুল্ক কর্তৃপক্ষের তল্লাশির কবলে পড়েন। এসময় তার লাগেজে তল্লাশি চালিয়ে ফ্রাইপ্যানের সঙ্গে বিশেষ কায়দায় আটকানো ১২টি স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক কর্মকর্তারা। এর ওজন প্রায় পৌনে দুই কেজি।
শুল্ক কর্তৃপক্ষের সহকারী কমিশনার উমর শরীফ আরো জানান, আটক ফরিদুলের বাড়ি চট্টগ্রামে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেইউ/বিএ