ডেঙ্গু প্রতিরোধে মেয়রদের নিয়ে পথসভা
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ঢাকার দুই মেয়রকে নিয়ে পথসভা করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। জনগণের মধ্যে পরিস্কার পরিচ্ছন্নতার সচেতনতা সৃষ্টি এবং ডেঙ্গুর প্রাথমিক উপসর্গ ও করণীয় সম্পর্কে ধারণা দিতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
রোববার ঢাকায় সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভায় স্বস্থ্যমন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের সব প্রস্তুতি রয়েছে। এখন প্রয়োজন জনসচেতনতা। জনগণ সচেতন থাকলে এর বিস্তার ঠেকানো সম্ভব।
এ সময় স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলামসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় মোহাম্মদ নাসিম আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে কোরবানীর পর সংশ্লিষ্ট জায়গা দ্রুত পরিস্কার করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ময়লা আবর্জনা দ্রুত সরিয়ে ফেলতে সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে।
এমইউ/এএইচ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ২ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ
- ৩ জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি
- ৪ ‘রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ যেন হারিয়ে না যায়’
- ৫ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক