রাজধানীতে ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার
রাজধানীর রমনা থানাধীন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে রমনার হাতিরঝিল রেইনবো ক্রসিং এর ঝিলের পাড় এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোক্তার হোসেন- মো. সোহেল, মো. মাসুম, মো. আরেফিন, লূৎফর রহমান ও আতিয়ার রহমান।
এ সময় তাদের হেফাজত হতে ২টি স্টিলের ধারালো চাপাতি, ১টি ছোরা ও ১টি কুড়াল উদ্ধার করা হয়।
রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবদে সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি’র উপ-কমিশনার (ডিবি উত্তর) শেখ নাজমুল আলম।
তিনি বলেন, চক্রের সদস্যরা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। মোটা অঙ্কের নগদ অর্থ হাতিয়ে নিতে ঈদুল আজহাকে ঘিরে ব্যাপক অপতৎপরতা শুরুকরে চক্রটি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা রমনা থানার মগবাজার এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ ডিসি ডিবি (পশ্চিম) সাজ্জাদুর রহমানের নির্দেশনা ও এডিসি আশিকুর রহমানের তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শরিফুল আলমের এ অভিযানটি পরিচালনা করে।
জেইউ/এসএইচএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ২ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ
- ৩ জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি
- ৪ ‘রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ যেন হারিয়ে না যায়’
- ৫ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক