ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মালয়েশিয়ায় এমআরপি ফিঙ্গারিং চলছে

প্রকাশিত: ১০:১৮ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৫

মালয়েশিয়ায় প্রবাসীদের হাতে দ্রুত পাসপোর্ট পৌঁছে দিতে জহুর বারু বাংলাদেশি কমিউনিটি অফিসে চলছে ফিঙ্গার প্রিন্ট। নির্ধারিত সময়ে সকল প্রবাসীদের হাতে এম আরপি পৌঁছে দিতে গত ১৮ সেপ্টেম্বর জহুর বারুতে মোবাইল ক্যাম্পিং এর উদ্বোধন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. শহিদুল ইসলাম।

১৯ ও ২০ সেপ্টেম্বর টানা দুই দিনে বাংলাদেশি শ্রমিকরা ডিজিটাল এমআরপি পাসপোর্ট করতে প্রয়োজনীয় কাগজাদি নিয়ে আসেন এবং আবেদনকারীদের প্রচুর সমাগম ঘটে।

ফিঙ্গারিং করতে আগত ময়মনসিংহের ইশ্বরগঞ্জ থানার কাহেত গ্রামের মাসুদ জানান, কুয়ালালামপুর দূতাবাসে যেতে শুধু যেতেই খরচ হত দেড় থেকে দুইশ’ রিঙ্গিত। এখন শুধু ব্যাংক ড্রাফ্ট ১১৬ রিঙ্গিতের বিনিময়ে জহুর বারুতেই পাসপোর্ট করতে পারছি।

বাংলাদেশ দূতাবাসের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জহুর বারুতে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা। বাংলাদেশ দূতাবাসের আন্তরিক প্রচেষ্টায় এ কার্যক্রম চলছে বলে জানান জহুর বারু বাংলাদেশি কমিউনিটির সভাপতি মো. তরিকুল ইসলাম রবিন।

বাংলাদেশি কমিউনিটি জহুরের সাধারণ সম্পাদক এম জে আলম ও সাংগঠনিক  সম্পাদক মো. তরিকুল ইসলাম আমিন এ প্রতিবেদককে জানান, জহুর বারুতে প্রায় দুই লাখ প্রবাসী বাস করছেন।

এসএইচএস/পিআর