ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মেডিকেলে ভর্তির ফল প্রকাশ

প্রকাশিত: ০৮:৩১ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৫

মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়। এবারে পাসের হার ৫৮ দশমিক ৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর থেকে জানানো হয়, মেডিকেল ও ডেন্টাল কলেজে মোট ৮২ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮ হাজার ৪৪৮ জন পাস করেছেন। উত্তীর্ণদের মধ্যে সর্বোচ্চ নম্বর ৯৪ দশমিক ৭৫ এবং সর্বনিম্ন নম্বর ৭৭ দশমিক ৪০।

জানা গেছে, এবার এমবিবিএস ও বিডিএস কোর্সে লিখিত ১০০ নম্বরের পরীক্ষায় পাস নম্বর ছিল ৪০। সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ মিলিয়ে মোট আসন সংখ্যা ১১ হাজার ৩৯টি। তন্মধ্যে সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৩ হাজার ৬৯৪টি। তবে নতুন মুগদা মেডিকেল কলেজে এ বছর আরো ৫০ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এক্ষেত্রে সরকারি কলেজে আসন সংখ্যা কিছুসংখ্যক বাড়বে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

আরএস/এমএস