এবার ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামছে ডিএসসিসি
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পর এবার মহানগরীর ফুটপাত দখলমুক্ত, অবৈধ যানবাহন এবং পার্কিং বন্ধ করার উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
এ লক্ষ্যে আজ (মঙ্গলবার) দুপুরে নগরভবনে ডিএসসিসি মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে এ-সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়।
তিনি বলেন, ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সভাপতিত্বে সভায় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম, পুলিশ কমিশনার (ডিএমপি ও গাজীপুর), চেয়ারম্যান বিআরটিসি, বিআরটিএ, রাজউক এবং সড়ক পরিবহন ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
গত ২২ সেপ্টেম্বর থেকে ঢাকা উত্তরের ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে ডিএনসিসি। প্রথমে সংস্থাটির আওতাধীন উত্তরা এলাকায় অভিযান পরিচালিত হচ্ছে। ক্রমান্বয়ে ডিএনিসিসি পুরো এলাকায় এ অভিযান পরিচালনা করবে সংস্থাটি।
উত্তরায় যেসব এলাকায় অভিযান পরিচালিত হবে
ডিএনসিসি সূত্র জানিয়েছে, অঞ্চল-১ এর ১ নম্বর ওয়ার্ডে সোনারগাঁও জনপথ রোড, সাত নম্বর সেক্টরের ৩৫ নম্বর রোড, রবীন্দ্র সরণি, ঢাকা ময়মনসিংহ সড়কের উভয়পার্শ্ব, জসিমউদ্দীন এভিনিউ, গাউসুল আজম এভিনিউ ৭ নম্বর সেক্টরের ২৭ নাম্বার রোড, ঈশা খাঁ এভিনিউ, আলাউল এভিনিউ, শাহজালাল এভিনিউ, ৬ নম্বর সেক্টরের ১২ নম্বর রোড, গরিবে নেওয়াজ এভিনিউ, বেড়িবাঁধ রোড (সেক্টর-৮), ৩ নম্বর সেক্টরের দুই নম্বর রোড, ৯ নম্বর সেক্টরের ২ নম্বর রোড, ৯ নম্বর সেক্টরের ১ নম্বর রোড, ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর রোড, সেক্টর ১০ রানাভোলা রোড, লেকপাড় রোড (সেক্টর-৭), ৭ নম্বর সেক্টরের ২৯ নম্বর রোড, ১০ নম্বর সেক্টরের ১২/এ নম্বর রোড, কাঁচাবাজার মোড় (সেক্টর ১২), ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোড, ৩ নম্বর সেক্টরের ৭ নম্বর রোড (ফ্রেন্ডস ক্লাব), ১১ নম্বর সেক্টরের ১০/বি নম্বর রোড, ৭ নম্বর সেক্টরের ৩৪ নম্বর রোড, ১১ নম্বর সেক্টরের ১০ নম্বর রোড, ১ নম্বর সেক্টরের ৪ নম্বর রোড, ৯ নম্বর সেক্টরের কাঁচাবাজার রোড, ১ নম্বর সেক্টরের ৭ নম্বর রোড এবং শাহ মখদুম রোড এলাকার সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।
এএস/বিএ/জেআইএম