চট্টগ্রামে যুবলীগ নেতা টিনু আটক, শটগান-গুলি উদ্ধার
চট্টগ্রামের যুবলীগ নেতা নুর মোস্তফা টিনুকে অস্ত্রসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে নগরের চকবাজার থেকে তাকে আটক করা হয়।
এদিকে টিনুকে আটকের পরপরই নগরের বাদুরতলা এলাকায় তার বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে টানা চার ঘণ্টার সাঁড়াশি অভিযানে একটি অবৈধ বিদেশি শটগান এবং ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব-৭।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ জাগোনিউজকে বলেন, কথিত যুবলীগ নেতা নুর মোস্তফা টিনুকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে তার বাদুরতলার বাসায় ও অফিসে অভিযান চালিয়ে একটি বিদেশি শটগান ও ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিয়ে নগরের চকবাজারে আধিপত্য বিস্তার করা নুর মোস্তফা টিনু এক সময় চকবাজার ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। নগরের চকবাজার-বাকলিয়া এলাকায় তার নিয়ন্ত্রণে কয়েকটি কিশোর গ্যাং রয়েছে। নগরের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা।
এনএফ/পিআর