ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাংলালিংকের সহযোগিতায় সৈকত পরিচ্ছন্নতা দিবস পালিত

প্রকাশিত: ০৯:০৮ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৫

বাংলালিংক বিগত কয়েক বছরের মতো বাংলাদেশে আন্তর্জাতিক সৈকত পরিচ্ছন্নতা দিবস পৃষ্ঠপোষকতা করার মাধ্যমে দিনটি উদযাপন করছে। আন্তর্জাতিক সৈকত পরিচ্ছন্নতা দিবসে অসংখ্য মানুষ কক্সবাজারের বিভিন্ন সমুদ্রতীর এবং জলপথ থেকে ময়লা আবর্জনা পরিষ্কারে অংশগ্রহণ করে এবং যে সকল কারণে এসসব পরিবেশ দূষণ ঘটে তার বিরুদ্ধে নিজেদের সচেতন করে। বাংলালিংক বিগত কয়েক বছর ধরে আয়োজনের সংগঠক “কেওক্রাডং বাংলাদেশ” এর সঙ্গে এই দিনটি পালন করছে।

জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‌্যালি এবং সমুদ্রসৈকত পরিচ্ছন্নতা আজকের আন্তর্জাতিক সৈকত পরিচ্ছন্নতা দিবসের প্রাপ্তি। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ দেশের নানাপ্রান্ত থেকে এই আয়োজনে প্রায় সহস্রধিক মানুষ সমবেত হয়। র‌্যালিটি সকাল ৯টায় হোটেল শৈবাল থেকে শুরু হয়ে লাবনী পয়েন্টে গিয়ে শেষ হয়।

"
বাংলালিংকের চট্টগাম-সিলেটের রিজিওনাল ডিরেক্টর সৈামেন মিত্র বলেন, “বিগত কয়েক বছর ধরে সমুদ্র সংরক্ষণে এবং আন্তর্জাতিক সৈকত পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে বাংলালিংক কাজ করে চলেছে। আমরা জনসাধারণের মধ্যে এমন সচেতনতা তৈরি করতে চাই যেন তারা বছরজুড়ে সমুদ্র সৈকতকে পরিচ্ছন্ন রাখতে উদ্বুদ্ধ হয়; যেমনটি আমরা-বাংলালিংক সারাবছর নিরবিচ্ছিন্নভাবে করে চলেছি।’’

বাংলালিংক হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর; যাদের বর্তমানে তিন কোটিরও বেশি গ্রাহক রয়েছে। এটি নেদারল্যানডভিত্তিক ভিমপেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান।

"
বিএ