এখনো জমে ওঠেনি গাবতলী হাট
বৃষ্টি ভেজা সকালে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও প্রথম দিকে রাজধানীর গাবতলীর পশুরহাট ছিল ব্যবসায়ীদের দখলে। দিনের প্রথম প্রহরে ক্রেতা সমাগম কম হলেও বিকেল গড়াতে কিছুটা ভিড় দেখা গেছে। রোববার থেকে হাট জমে উঠতে পারে বলে আশা করছেন ইজারাদার ও পশু নিয়ে আসা ব্যাপারীরা। এই ছিল শনিবার দিনের গাবতলী পশু হাটের চিত্র।
সরেজমিন দেখা যায়, হাটে পর্যাপ্ত গরু, মহিষ, ছাগল, ভেড়ার দড়ি ধরে বিক্রির আশায় দাঁড়িয়ে থাকলেও আশানুরূপ ক্রেতা না থাকায় বিক্রি করতে পারেননি অনেক ব্যাপারী। অনেকটা অলস সময় পার করছেন এসব ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের আশঙ্কা এবার তাদের কপাল পুড়তে পারে।
রাজশাহী থেকে ৩০টি গরু নিয়ে গাবতলী হাটে এসেছেন গরু ব্যবসায়ী মনির হোসেন। জাগো নিউজকে তিনি বলেন, এবার গরুর ভালো দাম পাওয়া নিয়ে আশঙ্কায় আছি। এই হাটে তার আরো ৬০টি গরু আনার কথা। পরিস্থিতি কোন দিকে যাবে বুঝে উঠতে পারছেন না বলে হতাশা প্রকাশ করেন মনির হোসেন।
হাট ঘুরে দেখা গেছে, হাটে আইনশৃঙ্খলা ও নিরাপত্তার ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। ভ্রাম্যমাণ আদালতের সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কোথাও কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক জরিমানাসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করছেন।
গাবতলী হাটের পরিচালকদের একজন রাকিব এমরান বলেন, প্রতি বছর ঈদের তিন-চারদিন আগে গাবতলীর পশুর হাট জমে। এবারো তার ব্যতিক্রম ঘটবে না।
উল্লেখ্য, জাল টাকা প্রতিরোধে এবছর দুই সিটি কর্পোরেশনের উদ্যোগে অনুমোদিত ২৩টি হাটের ২২টিতে জাল টাকা শনাক্তের মেশিন বসানো হয়েছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও দক্ষিণ সিটি কর্পোরেশন ২৩টি হাট অনুমোদন দিয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটিতে রয়েছে সাতটি ও দক্ষিণ সিটিতে ১০টি হাট। বাকি ছয়টি হাট ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনুমোদন দেয়া হয়েছে।
আরএম/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা