স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও স্বেচ্ছাসেবক লীগ নেতা জামাল উদ্দীন আকবর হত্যা মামলার প্রধান আসামি উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহীন উল্লাহকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের জিইসি মোড়স্থ মেডিকেল সেন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের এসআই মিজানুর রহমান।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৩ ডিসেম্বর রাতে কোলাগাঁও টেক এলাকায় দু’পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতে আহত হন জামাল উদ্দীন আকবর। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
পটিয়ায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওইদিন রাতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জামাল উদ্দীন আকবর একটি মেজবানের দাওয়াত শেষে বাড়ি ফিরছিলেন। পথে কোলাগাঁও টেক এলাকায় প্রতিপক্ষের লোকদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন উল্লাহর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে মারা যান জামাল উদ্দীন আকবর।
এমআরএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ শহীদদের তালিকা পরবর্তী ক্যাবিনেটে পাঠানো হবে: অধ্যাপক সায়েদুর
- ২ পলিথিনবিরোধী ১৯৯টি মোবাইল কোর্ট পরিচালিত, ২৫ লাখ টাকা জরিমানা
- ৩ ছাত্র আন্দোলনে গুলি: পটিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার
- ৪ ৩০০ ফিটে বুয়েটছাত্র নিহত: সুষ্ঠু বিচারসহ ৬ দাবি শিক্ষার্থীদের
- ৫ ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় মামলা, আসামিদের রিমান্ড চাইবে পুলিশ