দুর্নীতি নির্মূলে টাস্কফোর্স গঠনের দাবি
দুর্নীতি নির্মূলে টাস্কফোর্স গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ গণ ঐক্য ও নাগরিক পরিষদ নামের দুটি সংগঠন।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠন দুটির যৌথ উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতির কালো মঞ্চের পর্দা উঠে গেছে টিন-পর্দা-বই-বালিশ কেলেঙ্কারির মাধ্যমে। দুদকের কর্তাব্যক্তিরাও দুর্নীতিতে জড়িয়ে ধরা পড়ছেন। রিজার্ভ-শেয়ারবাজার-ব্যাংক লুটের বিচার হয়নি। তাই টাস্কফোর্সই পারে বিচারের ব্যবস্থা করতে।
তারা আরও বলেন, জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে টাস্কফোর্সের দাবি আদায় হবে বাংলাদেশ দুর্নীতিমুক্ত করার প্রথম পদক্ষেপ। দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামের বিকল্প নেই। রূপপুরের বালিশ কেলেঙ্কারির মতো বেরিয়ে আসছে একের পর এক অবিশ্বাস্য দুর্নীতির ঘটনা। শ্রমিক-কৃষক জনগণের সরকার গঠনের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। ৯৫ ভাগ মানুষ ৫ ভাগ লুটেরার হাতে জিম্মি।
বাংলাদেশ গণঐক্যের সভাপতি আরমান হোসেন পলাশের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন, মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমিন, প্রকৌশলী এ.এ.এম ফয়েজ হোসেন, আয়োজক সংঠনের সদস্য আবুল কালাম আজাদ, সুধীর দাস প্রমুখ।
এএস/এনএফ/এমএস