ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শাহজালালে ৫০ লাখ টাকা মূল্যের স্বর্ণসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৪৩ এএম, ২৩ অক্টোবর ২০১৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ১ কেজি স্বর্ণসহ শহিদুল ইসলাম নামে একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। শহিদুল ইসলামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। এ নিয়ে চলতি বছর ১৭ বার বিদেশে আসা-যাওয়া করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা আসেন। ইকে-৫৮২ ফ্লাইটটি শাহ জালাল বিমানবন্দরে অবতরণের পর ইমিগ্রেশন শেষে বিমান বন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমকালে তাকে সন্দেহ করেন শুল্ক গোয়েন্দারা।
 
এসময় গোয়েন্দারা তার লাগেজ তল্লাশি করে ল্যাপটপের ব্যাগে ১ কেজি স্বর্ণ পান। আটক স্বর্ণের দাম ৫০ লাখ টাকা। বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, শহীদুলের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এক বছরের মধ্যে ১৭ বার বিদেশ গমন করায় তাকে আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান দলের সদস্য বলে সন্দেহ করছেন গোয়েন্দারা।