ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জমেনি গাবতলী পশুর হাট

প্রকাশিত: ০২:৪২ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫

এখনো জমে উঠেনি গাবতলী পশুর হাট। বিক্রির জন্য উল্লেখযোগ্য সংখ্যক পশু আনা হলেও সে অনুযায়ী ক্রেতা মেলেনি। শুক্রবার বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।  

সরেজমিন দেখা যায়, ট্রাক বোঝাই গরু, মহিষ, ছাগল আসলে আসছে না ক্রেতা। এছাড়া যারা হাটে আসছেন তারা মুলত দরদাম যাছাই করছেন। প্রকৃত ক্রেতার সংখ্যা হাতেগোনা।

হাট ঘুরে কথা হয় বেশ কয়েকজন ক্রেতার সঙ্গে। এদের একজন সাহাব উদ্দিন। তিনি জানান, গতবারের তুলনায় এবারে পশুর দাম বেশী হাকা হচ্ছে। গত বছর যে সাইজের গরু ৬০ হাজার টাকায় কিনেছি এবার সেটির দাম চাওয়া হচ্ছে ৯০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত।

রাজধানীর কাফরুর এলাকা থেকে আসা আব্দুর হালিম মণ্ডল একটি মাঝারি আকৃতির গরু কিনে দড়ি ধরে টানছেন বাড়ির পথে। দাম জিজ্ঞেস করলে জবাবে তিনি বলেন, ৯৫ হাজার পাঁচশ টাকা। দামে জিতলেন কি না প্রশ্নের জবাবে বলেন, আল্লার রাস্তায় কোরবানী, ঠক জিতের কিছু নেই। তবে গতবারের তুলনায় দাম বেশি বলে মনে করেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা গরু ব্যবসায়ী মো. রশিদ জানান, এবার পথে পথে খরচ বেড়েছে কয়েক গুণ। এছাড়া গো খাদ্যেরও দাম বেড়েছে। খরচ বাড়ায় গরুর দামও বেড়েছে।  

গাবতলী হাটের ইজারাদার লুৎফর রহমান জানান, এবার পশুর হাটকে সার্থক করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। আশা করা হচ্ছে শনিবার থেকে হাট জমে উঠবে। পশুর হাটে এক হাজার স্বেচ্ছাসেবক কাজ করছেন। হাটের সার্বিক নিরাপত্তায় র‌্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথম দিন থেকেই সক্রিয় রয়েছেন। এছাড়া কারো কোন অভিযোগ থাকলে তা জানানোর ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি।

আরএম/এএইচ/পিআর