নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ১১, সাজা ৪
কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে রাজধানীর আটটি কেন্দ্র থেকে ১১ জনকে আটক করা হয়েছে। পরে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর মো. আজিম পরিচালিত ভ্রাম্যমান আদালত আটক ১১ জনের মধ্যে চারজনকে এক বছর করে কারাদণ্ড, ও সাতজনকে সর্তক করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু বকর সিদ্দীক জানান, কৃষি ব্যাংকের নিয়োগ পরীক্ষায় তারা প্রক্সি(আরেকজনের পরীক্ষা দিতে এসেছিল) দিতে এসেছিল। আটকের পর ভ্রাম্যমান আদালত তাদের শাস্তি দেয়।
এক বছর করে কারাদণ্ড প্রাপ্তরা হলেন- অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ থেকে আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিপন হোসেন, বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ থেকে আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র মাওদুদ আহমে ও ঢাকা কলেজের ইসমাইল হোসেন নয়ন এবং ধানমন্ডি গর্ভনমেন্ট কলেজ থেকে আটক আব্দুল কাইয়ুম।
জেইউ/এমএইচ/এএইচ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ২ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ
- ৩ জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি
- ৪ ‘রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ যেন হারিয়ে না যায়’
- ৫ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক