গোলাম আযম সংজ্ঞাহীন
মানবতাবিরোধী অপরাধে দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযম সংজ্ঞা হারিয়েছেন। বৃহস্পতিবার সকালে তিনি সংজ্ঞা হারান।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
গোলাম আযমের ছেলে প্রাক্তন সেনা কর্মকর্তা আমান আযমী জানান, বাবার অবস্থা বেশি ভালো না। আমি বাবার পাশেই রয়েছি।
২০১৩ সালের ১৫ জুলাই মানবতাবিরোধী অপরাধের দায়ে গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পাকিস্তানি বাহিনীর সঙ্গে পরিকল্পনা ও ষড়যন্ত্র সংক্রান্ত ছয়টি, সহযোগিতা সংক্রান্ত তিনটি, উস্কানির ২৮টি, সম্পৃক্ততার ২৩টি এবং ব্যক্তিগতভাবে হত্যা-নির্যাতনের ১টিসহ মোট ৬১টি অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। মানবতাবিরোধী অপরাধের ৬১টি অভিযোগের সব কটিই প্রমাণিত হলেও বয়স বিবেচনায় নিয়ে সর্বোচ্চ শাস্তি ফাঁসির পরিবর্তে গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।
সর্বশেষ - জাতীয়
- ১ তুরস্ককে বাংলাদেশের যুবশক্তি কাজে লাগানোর আহ্বান প্রধান উপদেষ্টার
- ২ নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কারের মেয়াদের ওপর: মাহফুজ আলম
- ৩ উত্তরা পূর্ব থানা থেকে পালালেন গ্রেফতার হওয়া সাবেক ওসি
- ৪ মাজারে হামলাকারীদের কাউকেই ছাড় নয়: উপদেষ্টা মাহফুজ
- ৫ স্থানীয় সরকার নির্বাচন জনসেবার সুযোগ তৈরি করবে: প্রধান উপদেষ্টা