ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কোরিয়ান নুডুলসের মোড়কে চাইনিজ ভাষা, প্রতারিত হচ্ছেন ভোক্তা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:১৭ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৯

কোরিয়ান নুডুলসের মোড়কের গায়ে চাইনিজ ভাষায় তথ্য লেখা। যার কারণে অভিযোগকারী ভোক্তা পণ্যটি কেনার সময় বুঝতে পারেননি পণ্যটি মেয়াদোত্তীর্ণ। পরে গুগলে সার্চ দিয়ে দেখতে পান পাঁচ মাস আগেই নুডুলসটির মেয়াদ শেষ। এভাবে প্রতিদিনই অভিনব কায়দায় প্রতারিত হচ্ছেন ভোক্তা।

যার প্রমাণ মিলেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযোগ শুনানিতে।

রোববার এ অপরাধে বনানীর শিওল মার্টকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এক ভোক্তার অভিযোগ শুনানি শেষে এ জরিমানা করেন অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল।

vocta-2

তিনি জাগো নিউজকে বলেন, কোরিয়ান নুডুলসের প্যাকেটের গায়ে চাইনিজ ভাষায় তথ্য লেখা। যার কারণে অভিযোগকারী ভোক্তা পণ্যটি কেনার সময় বুঝতে পারেননি পণ্যটি মেয়াদোত্তীর্ণ। পরে গুগলে সার্চ দিয়ে দেখতে পান নুডুলসটি পাঁচ মাস আগেই মেয়াদ শেষ। এছাড়া বিদেশি পণ্যটির গায়ে আইন অনুযায়ী আমদানিকারকের স্টিকার নেই।

গত ২৬ আগস্ট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে অভিযোগ দায়ের করেন ওই ভোক্তা। রোববার অভিযোগ শুনানিতে অভিযুক্ত প্রতিষ্ঠানের পক্ষে তাদের ম্যানেজার উপস্থিত ছিলেন। এ সময় শিওল মার্টের বিরুদ্ধে আনা ভোক্তার অভিযোগ স্বেচ্ছায় স্বীকার করেন। এ অপরাধে তাদের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ অর্থাৎ ১০ হাজার টাকা প্রদান করা হয়।

এসআই/জেএইচ/জেআইএম

আরও পড়ুন