২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ডেঙ্গু রোগী ৪ শতাংশ কমেছে
রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৪ শতাংশ কমেছে।
এর মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে ৩৩১ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৪৫৭ জনসহ মোট ৭৮৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। পূর্ববর্তী ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৮২০ জন। তার মধ্যে ঢাকায় ৩৪৪ জন এবং ঢাকার বাইরে ৪৩৯ জন নতুন রোগী ভর্তি হন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডাক্তার আয়েশা আক্তার জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ৪ শতাংশ কমেছে। তার মধ্যে রাজধানী ঢাকায় ৪ দশমিক ১ শতাংশ এবং ঢাকার বাইরে ৩ দশমিক ৮ শতাংশ কম রোগী ভর্তি হন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীসহ সারাদেশের সরকারি, বেসরকারী ও স্বায়ত্বশাসিত হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ৭৪ হাজার ৩৪৩ জন। মোট ভর্তি রোগীর ৯৫ শতাংশ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
এমইউ/এমএসএইচ/জেআইএম