ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মতিঝিলে ছিনতাইকারী সন্দেহে পুলিশ কনস্টেবলকে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৩০ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৯

রাজধানীর মতিঝিলে ছিনতাইকারী সন্দেহে বংশাল থানার এক পুলিশ কনস্টেবলকে গণপিটুনি দেয়া হয়েছে।

তার নাম মামুন (৩৫)। এ ঘটনায় ইলেকট্রিক ব্যবসায়ী আবুল কালাম (২৯) নামে আরেকজন আহত হন।

বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, মোহামেডান ক্লাবের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। আবুল কালাম নামে একজনের কাছে জিতু নামের এক ব্যবসায়ী ১০ লাখ টাকা পেত। এ টাকা উঠানোর জন্য জিতু তার বন্ধু মামুনকে নিয়ে মোহামেডান ক্লাবের সামনে আবুল কালামকে ধরে মারধর করে। পরে আবুল কালাম ছিনতাইকারী বলে চিৎকার দিলে জিতু পালিয়ে যায়। স্থানীয়রা মামুনকে ধরে গণপিটুনি দেয়।

তিনি বলেন, আবুল কালামের কাছে থাকা ১০ লাখ টাকা রক্ষিত আছে। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা চলছে।

ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মোটরসাইকেলটির (ঢাকা মেট্টো ল- ২৪-৩৬৯৯) সামনে পুলিশ লেখা রয়েছে।

এআর/জেএইচ/পিআর

আরও পড়ুন