ইবোলা প্রতিরোধে বিশেষ চিকিৎসা ব্যবস্থার নির্দেশ
ইবোলা ভাইরাস প্রতিরোধ করতে বিশেষ চিকিৎসা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো.আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।
একই সাথে ইবোলা ভাইরাসের প্রয়োজনীয় ওষুধ সংগ্রহেরও নির্দেশ দেয়া হয়েছে। লাইবেরিয়া থেকে আগত বরিশালের গৌরনদী ও মাদারীপুরের কালকিনির ৬ জন ইবোলা আক্রান্ত কিনা তা পরীক্ষা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছে আদালত।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেয় আদালত।
পরে মনজিল মোরশেদ সাংবাদিকদের বলেন, আফ্রিকা থেকে দেশে আসা ছয়জনকে পরীক্ষা করে নিশ্চিত হতে হবে যে, তাদের শরীরে ইবোলা ভাইরাস আছে কি না। আর তাদের পরীক্ষা করে দুই সপ্তাহের মধ্যে আদালতে রিপোর্ট দিতে বলা হয়েছে।
এ ছাড়া আদালত ভাইরাসের প্রয়োজনীয় ওষুধপত্র ও যন্ত্রপাতি অতি দ্রুত সংগ্রহের নির্দেশ দিয়েছে বলেও জানান তিনি।
সর্বশেষ - জাতীয়
- ১ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ২ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ
- ৩ জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি
- ৪ ‘রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ যেন হারিয়ে না যায়’
- ৫ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক