এন্টিবায়োটিক ব্যবহারে মানুষকে নিরুৎসাহিত করতে হবে
সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন বলেছেন, এন্টিবায়োটিকের ব্যবহারে সুপারবাগ ও জীবাণুর রেসিস্টেন্স দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিছু হলেই দোকান থেকে কিনে এন্টিবায়োটিক খাচ্ছে মানুষ। এটি যে আমাদের কত ক্ষতি করছে সেটি আমরা বুঝতে পারছি না। সাংবাদিকদের কর্তব্য হচ্ছে যেনতেনভাবে এন্টিবায়োটিকের ব্যবহারে মানুষকে নিরুৎসাহিত করা।
শনিবার (৩১ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের জন্য আয়োজিত স্বাস্থ্য সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
ড. অনুপম সেন বলেন, পৃথিবীর অনেক দেশ স্বাস্থ্যকে মানবাধিকারের অংশ হিসেবে গণ্য করে না, কিন্তু বাংলাদেশ সে জায়গায় স্বাস্থ্য সূচকে পাকিস্তান-ভারত থেকেও অনেক এগিয়ে। এটি সম্ভব হয়েছে শুধু দায়িত্বশীল সাংবাদিকতার কারণে। এ প্রচেষ্টা আগামী দিনেও অব্যাহত রেখে এদেশকে আরও উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে আশা রাখি। আমরা এসডিজি প্রকল্প হাতে নিয়েছি, এটিও দ্রুত বাস্তবায়ন হবে।
তিনি আরও বলেন, একসময় বিশ্বে যক্ষ্মা বা গুটি বসন্তের মতো ছোঁয়াচে রোগ ছিল, সেগুলো এখন অনেকটাই আমাদের নিয়ন্ত্রণে। বাংলাদেশ এখন পোলিওমুক্ত। ভয়ংকর ভীতি তৈরি করেছিল এইডস, কিন্তু এখন ততটা ভয়ংকর নয়। এ রকম আরও অনেক রোগের সঞ্চার হতে পারে বা নতুন নতুন রোগের সৃষ্টি হতে পারে, আমাদের সেগুলো বিষয় নিয়ে আগাম প্রস্তুতি নিতে হবে।
উপাচার্য ড. অনুপম সেন, অ্যামাজন বনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। অথচ এখন তার কিছুটা অংশ পুড়ে গেছে। যদি পুরোটা পুড়ে যায় তাহলে এটি আমাদের পৃথিবীর জন্য হুমকি রূপে দেখা দেবে।। তাই সাংবাদিকদের বলব, জনগণকে জনসচেতন করাটা আমাদের জরুরি।
এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চট্টগ্রামে কর্মরত ২৫ জন সাংবাদিককে স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। দুই সেশনে তিনজন প্রেজেন্টার সাংবাদিকদের বিভিন্ন দিকনির্দেশনামূলক বিষয়ে আলোকপাত করেন।
তারা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আর রাজী, সিনিয়র সাংবাদিক সেলিম সামাদ ও চৌধুরী আতাউর রহমান। পরে কর্মশালায় অংশ নেয়া সাংবাদিকদের মাঝে সনদ প্রদান করেন প্রধান অতিথি ড. অনুপম সেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের চট্টগ্রামের সমন্বয়ক এম. নাসিরুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. নুরুল হায়দার, উজ্জীবনের পরিচালক ফায়েজ কাইসার, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল।
আবু আজাদ/বিএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে
- ২ যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলে আমাদের সম্পর্কে প্রভাব পড়বে না
- ৩ ধানমন্ডিতে শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য স্বাস্থ্য ক্যাম্প
- ৪ কচুক্ষেতে পরিকল্পিতভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন, গ্রেফতার আরও ৫
- ৫ ‘দুর্যোগে ক্ষয়ক্ষতি কমানোর ওপর গুরুত্ব দিতে হবে’