ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

১৬২ বাড়ি- স্থাপনায় এডিস মশার লার্ভা পেয়েছে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:০০ পিএম, ৩১ আগস্ট ২০১৯

এডিস মশা নির্মূলে চলমান চিরুনি অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রেখেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

শনিবার (৩১ আগস্ট) চিরুনি অভিযানের সপ্তম দিনে ডিএনসিসির পরিচ্ছন্নতা ও মশক নিধনকর্মীরা ৩৬টি ওয়ার্ডে ১০ হাজার ৫৩৮টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে মোট ১৬২ বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা পায়।

লার্ভা পাওয়া এসব বাড়ি ও স্থাপনায় ‘এ বাড়ি-স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যায়’ লেখা স্টিকার লাগানো হয়। এ ছাড়া ছয় হাজার ৩৫টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী স্থান- জমে থাকা পানি পাওয়া যায়। এডিস মশার বংশ বিস্তারের উপযোগী এ সব স্থান ধ্বংস করা হয়।

dncc

গত ২৫ আগস্ট থেকে সাতদিনে ৩৬টি ওয়ার্ডে মোট ৭৩ হাজার ৮১৫টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে মোট ১ হাজার ৫৪০টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা খুঁজে পাওয়া যায়। এ ছাড়া ৩৯ হাজার ৫৯৯টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী স্থান/জমে থাকা পানি পাওয়া যায়। সেসব স্থান ধ্বংস করে লার্ভিসাইড প্রয়োগ করা হয়।

এদিকে এডিস মশা নির্মূলে আজও ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তবে আজ কোনো প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়নি।

চিরুনি অভিযানকালে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মনজুর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এএস/এএইচ/এমএস

আরও পড়ুন