ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ভ্যাট স্থগিত নয় : প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৯:৫৭ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫

স্থগিত নয়, শিক্ষার উপর আরোপিত ভ্যাট সম্পূর্ণরূপে প্রত্যাহারের জন্য বিক্ষোভ ও মানববন্ধন করেছে ধানমন্ডির ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থী-অভিভাবকরা।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মোহাম্মদপুর-সাত মসজিদ রোডে এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

এসময় শিক্ষার্থীরা ভ্যাটবিরোধী স্লোগান দেন। পাশাপাশি ‘নো ভ্যাট অন এডুকেশন’ প্ল্যাকার্ড দিয়ে সড়কের পাশে মানববন্ধন করে।

এদিকে বৃহস্পতিবার দুপুরে ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। তবে হাইকোর্টের এই সিদ্ধান্তে সন্তুষ্ট নয় অভিভাবকরা।

মেপল লিফ স্কুলের অভিভাবক শাহিনুর বলেন, ‘ ৬ মাসের জন্য ভ্যাট স্থগিত করা হয়েছে। ৬ মাস পরে ভ্যাট আরো বাড়বে। তাই আমরা স্থগিত চাই না। শিক্ষার উপর সম্পূর্ণরূপে ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত চাই।

এআর/এসকেডি/পিআর