ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করতে দেয়া হবে না : ডিএমপি কমিশনার

প্রকাশিত: ০৮:৩৪ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫

প্রতি ঈদেই লঞ্চ ও ফেরিতে অতিরিক্ত যাত্রী বহন করা হয়। এ কারণে দুর্ঘটনা ঘটে। তবে এবারের ঈদে লঞ্চ ও ফেরিতে অতিরিক্ত যাত্রী বহন করতে দেয়া হবে না জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। ঈদ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঈদ উপলক্ষে নৌ পথে ঘরমুখো মানুষের নিরাপত্তায় সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। লঞ্চ ও ফেরিঘাটে চুরি ছিনতাইসহ কোনো ধরণের অপরাধমূলক কার্যক্রম যাতে না ঘটে সে জন্য নৌ পুলিশ তৎপর থাকবে। লঞ্চ ও ফেরিঘাটে প্রায় ঈদেই অপরাধমূলক কার্যক্রমের অভিযোগ পাওয়া যায়। এবার অতিরিক্ত কমিশনারি ইব্রাহিম ফাতেমীর তত্বাবধানে একটি কৌশল টিম সার্বক্ষণিক নজরদারি রাখবে।

এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত কমিশনার ইব্রাহিম ফাতেমী, যুগ্ম কমিশনার(ক্রাইম) কৃঞ্চ পদ রায় ও মীর রেজাউল আলম (অপারেশন্স), ডিএমপির উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম।

জেইউ/আরএস