ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রোহিঙ্গাদের উস্কানিদাতা এনজিওর বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার

কূটনৈতিক প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০৭ পিএম, ২৯ আগস্ট ২০১৯

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, যদি কোনো এনজিওর বিরুদ্ধে রোহিঙ্গাদের উস্কানি দেয়ার প্রমাণ মেলে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রোহিঙ্গা ইস্যুর সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের ব্রিফ করার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘তারা (এনজিও) শর্তের বাইরে রাজনৈতিক কাজকর্ম করছে কিংবা উস্কানি দিচ্ছে যদি এমন কাজের প্রমাণ পাই তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সশস্ত্র গ্রুপ কাজ করছে-এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে একটি ঘটনা ঘটেছিল, সঙ্গে সঙ্গে তাদের আটক করেছি। একটি দল কিছু দা-কুড়াল বানিয়েছিল, আমরা তাদের অ্যারেস্ট করেছি। যারা এ কাজে রোহিঙ্গাদের সহায়তা করেছিল তাদের সম্পর্কে তথ্য নিচ্ছি। তথ্য নেয়ার পরে তাদের আমরা বের করে দেব।’

জেপি/এসআর/পিআর

আরও পড়ুন