ভারতের অর্থায়নে ১২ জেলায় হাইটেক পার্ক স্থাপন
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমানে দেশের ১২টি জেলায় হাইটেক পার্ক স্থাপন প্রকল্পে ভারত সরকার অর্থায়ন করছে। ভবিষ্যতে তারা সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করবে।
বুধবার যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক অডিটরিয়ামে ‘তথ্যপ্রযুক্তি এবং উদ্ভাবন বিষয়ে ভারত-বাংলাদেশ সহযোগিতা ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালায় তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, বর্তমানে দুই দেশের বাণিজ্য ঘাটতি হ্রাস পেয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে আইসিটি সেক্টরে ভারতের বিনিয়োগ বেড়েছে। ভারতের প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশও অনেক সমৃদ্ধ হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সফটওয়্যার পার্কে বিনিয়োগকারী আইটি/আইটিইএস কোম্পানিসমূহের উৎপাদিত উদ্ভাবনী সেবাসমূহ ব্র্যান্ডিং এবং এক্ষেত্রে ভারত-বাংলাদেশ সহযোগিতার ক্ষেত্রসমূহ চিহ্নিত করার লক্ষ্য নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম। এরপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন কর্মশালার প্রধান আলোচক ছিলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আরএম/জেএইচ/পিআর