ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পায়ুপথে ১৫শ’ পিস ইয়াবা এনে ঢাকায় গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:১৯ পিএম, ২৬ আগস্ট ২০১৯

কক্সবাজার থেকে পায়ুপথে ইয়াবা বহন করে রাজধানীতে আসার সময় যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

রোববার (২৫ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ইসমাইল মোল্লা (২০), শাহীন মিয়া (২৫) ও শামীম মণ্ডল (১৯)। গ্রেফতারের সময় পায়ুপথ থেকে বিশেষভাবে রাখা ১৫শ’ পিস ইয়াবা বের করে জব্দ করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মাসুদুর রহমান বলেন, ‘রোববার রাতে যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযানে যায় সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের রোবারি প্রিভেনশন টিম। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে টিম জানতে পারে, ইয়াবার চালান নিয়ে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে রওনা দিয়েছে। বিশেষ পদ্ধতিতে পায়ুপথে ইয়াবা বহন করছেন তারা।’

তিনি বলেন, ‘ওই সংবাদের ভিত্তিতে ইয়াবা ব্যবসায়ীদের ধরতে চট্টগ্রাম সড়কে অবস্থান নেয় টিম। অবস্থানকালে সন্দেহজনকভাবে উল্লেখিত তিন মাদক ব্যবসায়ীকে ধাওয়া করে যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে প্রাথমিক অবস্থায় তারা মাদকদ্রব্যের কথা অস্বীকার করলেও তাদের পেটে ইয়াবা আছে বলে সন্দেহ হয়।

ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা বিশেষ পদ্ধতিতে পায়ুপথ দিয়ে পেটে প্রবেশ করানো ১৫শ’ পিস ইয়াবা বের করে দিলে ইয়াবা জব্দসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে।’

জেইউ/এসআর/জেআইএম

আরও পড়ুন