২০২৮ সালে দেশে দারিদ্র্যতা থাকবে না : পরিকল্পনামন্ত্রী
আগামী ২০২৮ সালের মধ্যে বাংলাদেশ থেকে দারিদ্র্যতা একেবারে দূর হয়ে যাবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল। বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জন : বাংলাদেশের অগ্রগতি প্রতিবেদন-২০১৫’ প্রকাশ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ২০৩০ সাল লাগবে না। এর দু’বছর আগেই বাংলাদেশ থেকে দারিদ্র্যতা দূর হবে। ২০২৮ সালের মধ্যে বাংলাদেশ থেকে দারিদ্র্যতা শূন্যে নেমে আসবে।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) তে বাংলাদেশ সন্তোষজনক অগ্রগতি পেয়েছে। তবে টেকসই উন্নয়ন আগামী ১৫ বছরের জন্য অগ্রাধিকার দিতে হবে বাংলাদেশকে।
মুহিত আরো বলেন, বিদেশি দাতারা প্রতিশ্রুতি রাখেনি। তবে বাংলাদেশ বসে থাকেনি।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, বর্তমান সরকারের আমলে গত সাড়ে ৬ বছরে বাংলাদেশ ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। দেশে-বিদেশে বাংলাদেশের সাফল্য প্রশংসিত হয়েছে। এমডিজিতে বাংলাদেশের অর্জন অনেক দেশ বিবেচনায় নিয়ে কাজ করছে। তবে আমাদের বসে থাকলে চলবে না।
অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, সাধারণ মানুষকে পেছনে ফেলে এগিয়ে গেলে হবে না। সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে।
এসএ/এসএইচএস/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ ঢাকার বাসায় ডাকাতের ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত
- ২ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ৩ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৪ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৫ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি