ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

একদিনে কমল ২৬৭ ডেঙ্গু রোগী

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ২৪ আগস্ট ২০১৯

সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমান্বয়ে কমছে। গত ২৪ ঘণ্টায় (২৩ আগস্ট সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হন ১ হাজার ১৭৯ জন। এর আগের ২৪ ঘণ্টায় ভর্তি হন ১ হাজার ৪৪৬ জন। সে হিসাবে কমেছে ২৬৭ জন।

গত ২৪ ঘণ্টায় রাজধানীর সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৫৭০ জন, ঢাকার বাইরের হাসপাতালে ৬০৯ জন ভর্তি হন বলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, চলতি বছর ১ জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ২১৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ হাজার ৮৮১ জন। বর্তমানে সারাদেশের হাসপাতালে ভর্তি ৬ হাজার ২৮৯ ডেঙ্গু রোগী। রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালের মধ্যে ঢাকা মেডিকেলে ৮৫, মিটফোর্ডে ৫৪, ঢাকা শিশু হাসপাতালে ১৪, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৪৮, বিএসএমএমইউতে ২৪, পুলিশ হাসপাতাল রাজারবাগে ১২, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৬৫, বিজিবি হাসপাতাল পিলখানা ঢাকায় ৪, সম্মিলিত সামরিক হাসপাতালে ২৬, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৩০, কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে ২ , নিটোর ৪ ও বেসরকারি অন্য হাসপাতাল ক্লিনিকে ২০১ জনসহ ঢাকা শহরে ৫৬৯ জন ও ঢাকার বাইরের বিভাগীয় হাসপাতালে ৬০৯ জন ভর্তি হন।

ঢাকা শহর ব্যতীত ঢাকা বিভাগে ১৭৭, চট্টগ্রাম বিভাগে ৭৪, খুলনায় ১৩৮, রংপুর বিভাগে ২৪, রাজশাহী বিভাগে ৫৭, বরিশাল বিভাগে ১০৬, সিলেট বিভাগে ৮ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। চলতি বছর মোট আক্রান্ত ৬২ হাজার ২১৭ জনের মধ্যে জানুয়ারিতে ৩৮, ফেব্রুয়ারিতে ১৮, মার্চে ১৭, এপ্রিলে ৫৮, মে’তে ১৯৩, জুনে ১ হাজার ৮৮৪, জুলাইয়ে ১৬ হাজার ২৫৩ ও চলতি ২১ আগস্ট পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ৪৩ হাজার ৭৫৬ জন।

হাসপাতলে ভর্তি রোগীদের মধ্যে মৃত ৪৭ জনের মধ্যে এপ্রিলে ২, জুনে ৫, জুলাইয়ে ২৮ ও আগস্টের এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে।

এমইউ/জেএইচ/এমএস

আরও পড়ুন