স্বাধীনতার পক্ষের শক্তির বিরোধী দল দেখতে চাই : কৃষিমন্ত্রী
স্বাধীনতার পক্ষের শক্তির বিরোধী দল দেখতে চান বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।
শনিবার কাকরাইল সুপার মার্কেট এলাকায় আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
কৃষি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
কৃষিমন্ত্রী বলেন, ‘দীর্ঘ ২১ বছর এদেশ ছিল স্বৈরাচার, স্বাধীনতাবিরোধী ধর্মান্ধদের হাতে। দেশকে করেছিল জঙ্গি রাষ্ট্র। সততা, নিষ্ঠা এবং দেশপ্রেম হয়েছিল ভূলুণ্ঠিত। বাংলাদেশ পরিচিতি পেল দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রর তকমা। অনেক হয়েছে আর নয়, জাতির পিতাকে হারিয়েছি। পেয়েছি তার দর্শন ও আদর্শের উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, তিনি বিশ্ব মানবতার মা। আমরা চাই স্বাধীনতার পক্ষের শক্তির বিরোধী দল। যারা কথা বলবে দেশের জন্য, কল্যাণের জন্য, সত্য ও ন্যায়ের জন্য।’
মন্ত্রী বলেন, ‘১৫ ও ২১ আগস্ট একই সুতোয় গাঁথা। স্বাধীনতা বিরোধীরা এখন ঘাপটি মেরে আছে দেশে-বিদেশে। সবাইকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘একাত্তরে পরাজিত গোষ্ঠী এখনও নানা চক্রান্ত করছে। স্বাধীনতার পক্ষের শক্তি এদের কঠোরভাবে মোকাবেলা করবে।’
‘শোক দিবসের আলোচনা তখনই সফল হবে যখন বঙ্গবন্ধুর আদর্শ অনুসারে তার দেখানো পথে আমরা চলব’ বলেন আব্দুর রাজ্জাক।
রমনা থানার ১৯নং ওয়ার্ডের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নজরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
আরএমএম/জেএইচ/এমকেএইচ