বেঙ্গল ব্লুবেরির সসে ভেজাল, ইউনিমার্টে মেয়াদোত্তীর্ণ ওষুধ
ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকায় অভিযান পরিচালনা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হামিদ মিয়া এবং সাজিদ আনোয়ার।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম জানান, সন্ধ্যায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং নির্দিষ্ট তাপমাত্রায় তরল দুধ না থাকায় ইউনিমার্টকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হামিদ মিয়া।
এদিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ করা, খাবারে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন সস ব্যবহার করার অপরাধে গুলশান ৯০ নম্বর রোডে বেঙ্গল ব্লুবেরি হোটেলকে ৭ লাখ টাকা জরিমানা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর খালেদা বাহার বিউটি উপস্থিত ছিলেন।
এএস/এনডিএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ‘গণঅভ্যুত্থানের আহতরা চিকিৎসা পাচ্ছেন না, রাষ্ট্র কি ঘুমিয়ে আছে?’
- ২ পর্তুগালে ইউএনএওসি গ্লোবাল ফোরামে অংশ নেবেন পররাষ্ট্র উপদেষ্টা
- ৩ এলডিসি দেশগুলোকে ২০০ বিলিয়ন ডলার বরাদ্দে সমর্থন চাইলো বাংলাদেশ
- ৪ চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ ৩ কারবারি গ্রেফতার
- ৫ ৪ ঘণ্টা পর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল শুরু