ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ফেসবুকে অভিযোগ, নারী যাত্রীকে হেনস্থার দায়ে বাস হেলপারের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ২২ আগস্ট ২০১৯

নারী বাসযাত্রীকে হেনস্থা করার অভিযোগে এক বাস হেলপারকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে ওই নারী ‘বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম’ ফেসবুক পেজে এ বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে চট্টগ্রাম বিআরটিএ’র ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক এ কারাদণ্ড দেন। অভিযুক্ত বাস হেলপারের নাম আমীর হোসেন (৪২)।

ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক জানান, কয়েকদিন আগে নগরের ১০ নম্বর সড়কে চলাচলকারী এক নারী বাসযাত্রী বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেটের ফেসবুক পেজে নিজের হেনস্থা হওয়ার কথা জানান। আজ (বৃহস্পতিবার) সকালে অভিযান চালিয়ে অভিযুক্ত বাস হেলপারকে গ্রেফতার করা হয়।

ভিকটিম নারী ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় বাস হেলপার আমীর হোসেনকে ৪ মাসের বিনাশ্রম কারাদাণ্ড প্রদান করা হয়।

আরএস/পিআর

আরও পড়ুন