৫ কোটি ৭১ লাখ যাত্রী পরিবহন করেছে বিমান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে ১৯৭২ সালের ৪ জানুয়ারি আকাশপথে ডানা মেলে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরপর পেরিয়ে গেছে ৪৭টি বছর। দীর্ঘ পথ পরিক্রমায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সর্বমোট ৫ কোটি ৭১ লাখ যাত্রী পরিবহন করেছে। গতবছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রায় ২৮ লাখ যাত্রী পরিবহন করে।
বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রিমলাইনার গাঙচিলের উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল এ সব তথ্য জানান।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একসময় অলাভজনক প্রতিষ্ঠান থাকলেও বর্তমানে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে।’ গত অর্থবছর ২০১৮-২০১৯ অর্থবছরে বিমান ২৩৮ কোটি টাকা মুনাফা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনায় জড়িত সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আন্তরিকতার সঙ্গে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
এমইউ/এনডিএস/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা