ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

একসঙ্গে একই নামের দুই ইয়াবা ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:০৪ পিএম, ২০ আগস্ট ২০১৯

রাজধানীর খিলক্ষেতে অভিযান চালিয়ে ৮ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে খিলক্ষেত থানাধীন বিআরটিএ ডিপোর সামনে বাস থেকে তাদের আটক করা হয়।

আটক দুজনের বাড়ি কক্সবাজারে এবং তাদের নামও এক। তারা হলেন- আব্দুস সাত্তার (২৭) ও আব্দুস সাত্তার (৩৪)।

র‌্যাব-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম জানান, গোপন সংবাদের প্রেক্ষিতে র‌্যাব-৪ এর একটি দল ডিএমপি খিলক্ষেত থানাধীন বিআরটিএ ডিপোর সামনে অবস্থান নেয়। পরে সদরঘাট টু বাইপাইল যাত্রাবাহী ভিক্টর ক্লাসিক বাস থামিয়ে তল্লাশি করা হয়। বাসটির পেছনে একটি সিটের নিচে ঝুড়ি থেকে ৮ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ ও একই নামের দুজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, পরস্পর যোগসাজশে কক্সবাজার জেলার টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিলেন।

অন্যদিকে মঙ্গলবার (২০ আগস্ট) ভোর পৌনে ৫টার দিকে র‌্যাব-৪ এর পৃথক একটি দল সাভার মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে পটোলের বস্তার ভেতর থেকে ৩৭০ বোতল ফেনসিডিলসহ শহিদুল সরকার (৪৭) নামে আরও এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

জেইউ/আরএস/জেআইএম

আরও পড়ুন